সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু: চিকিৎসকদের নোটিশ দিয়ে যা জানাল কর্তৃপক্ষ

0 208

অনলাইন ডেস্ক:

রোগীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না দিতে চিকিৎসকদের নোটিশ দিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি হাসপাতালটির ‘ভুল চিকিৎসায়’ মাহবুবা রহমান আঁখি ও তার সদ্যোজাত সন্তানের মৃত্যুর ঘটনায় সমালোচনার মুখে এ নির্দেশনা দিয়েছে হাসপাতালটি।

ওই হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. সংযুক্তা সাহার ফেসবুকে লাইভ ও নানা ধরনের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে সেখানে চিকিৎসা নিতে আসতেন রোগীরা। গর্ভাবস্থায় মাহবুবাও সংযুক্তা সাহার অধীনে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন।

রোববার (১৮ জুন) সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম. এ. বি. সিদ্দিকের সই করা এক নোটিশে চিকিৎসকদের উদ্দেশে এ নির্দেশনা দেয়া হয়। যেখানে নিজেদের রোগী বাড়াতে ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালের সব বিশেষজ্ঞ চিকিৎসকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিজেদের প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস পোস্ট করে রোগী বা অভিভাবকদের আকর্ষণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ ধরনের পন্থা সম্পূর্ণ অনৈতিক ও চিকিৎসা নীতির পরিপন্থি।

নোটিশে আরও বলা হয়েছে, এ ধরনের কোনো কার্যকলাপ নিজে বা তার নিয়োজিত কোনো ব্যক্তি করলে ওই বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে মাহবুবা রহমান আঁখিকে ভর্তি করা হয়। তখন ডা. সংযুক্তা হাসপাতালে ছিলেন না। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, সংযুক্তা আছেন এবং ওটিতে (অপারেশন থিয়েটার) কাজ করছেন। খোঁজ নিয়ে জানা যায়, তিনি তখন ছিলেন দুবাইতে। এরপর ডেলিভারির চেষ্টা সফল না হওয়ায় সিজার করে বাচ্চা বের করে আনা হয়। এর পরদিন সদ্যোজাত শিশুটি মারা যায়।

প্রায় ১০ দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়ে রোববার (১৮ জুন) দুপুর ১টা ৪৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাহবুবা রহমান আঁখিও মারা যান।

Leave A Reply

Your email address will not be published.