যেসব কারণে সেনেগালের কাছে ভরাডুবি ব্রাজিলের

0 181

অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সেনেগালের কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। এ নিয়ে ৯ বছর পর কোনো দলের বিপক্ষে এত বিশাল ব্যবধানে হারলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যায় ব্রাজিল। এরপর তাদের বড় হার ছিল ২০১৫ সালে চিলির বিপক্ষে ২-০ ব্যবধানে। অবশেষে মঙ্গলবার (২০ জুন) রাতে লিসবনে সেনেগালের কাছে ৪-২ গোলে ভরাডুবি ঘটলো সেলেকাওদের। নেপথ্যে রয়েছে যেসব কারণ-

এ ম্যাচে শুরুটা দারুণ করেছিল ব্রাজিল। খেলার ১১ মিনিটেই লুকাস পাকুয়েতার নিশানাভেদে লিড নেয় তারা। তবে সেই ধারা ধরে রাখতে পারেনি সেলেকাওরা। গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, ২২ মিনিটে গোল শোধ করে দেন হাবিব দিয়াল্লো। এতে উজ্জীবিত হয়ে ওঠে সেনেগাল। ব্রাজিল শিবিরে মুহুর্মুহু আক্রমণ সাজাতে থাকে তারা।

সেই তোড় সামলাতে না পেরে ৫২ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন মারকুইনহোস। এরপরই দেখা যায় সাদিও মানে ম্যাজিক। বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে ৩-১ এ এগিয়ে যায় আফ্রিকা চ্যাম্পিয়নরা।পরে গোল পরিশোধ করেন মারকুইনহোস। কিন্তু ছন্দে ফিরতে পারেনি ব্রাজিল। অন্তিম মুহূর্তে ফুটবল পরাশক্তিদের কপালে শেষ পেরেক ঠুকেন মানে। একরকম ৩১ বছর বয়সী উইঙ্গারের কাছেই হেরে গেছে তারা।

সবশেষ বিশ্বকাপ থেকেই ধুঁকছে ব্রাজিল। বিশ্বমঞ্চে ব্যর্থতার গ্লানি নিয়ে পদত্যাগ করেন প্রধান কোচ তিতে। সেই থেকে এখন পর্যন্ত তার স্থানে কাউকে নিয়োগ দিতে পারেনি তারা। ফলে অভিভাবকের সমস্যায় পড়েছে লাতিন আমেরিকার শৈল্পিক ফুটবলের দলটি।

বর্তমানে ব্রাজিল দল সামলাচ্ছেন অনূর্ধ্ব-২০ দলের কোচ র‌্যামন মেনেজেস। তবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না তিনি। ইতোমধ্যে মূল কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তিকে পাওয়ার চেষ্টা করছে সিবিএফ। তবে কোনোভাবেই তাকে রাজি করাতে পারছে না তারা।

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে অনুপস্থিত সুপারস্টার নেইমার। দলে নেই কুতিনহোর মতো খেলোয়াড়। ফলে অভিজ্ঞতার অভাবে ভুগছে তারা। মাঝমাঠে নেই ভারাসাম্য। সামনে ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিশনরাও আস্থার প্রতিদান দিতে পারছেন না।

অধিকন্তু সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে সেনেগাল। আলিউ সিসের দল টানা ৬ ম্যাচে হারেনি। সেই ছন্দটা ধরে রেখেছে তেরাঙ্গা লায়ন্সরা। আবার প্রতিপক্ষকে কুপোকাত করতে দেখা গেলো তাদের।

Leave A Reply

Your email address will not be published.