সীতাকুণ্ডে বসতঘরে আগুন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

0 403

গত শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাইপাস দাশপাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সূত্র হতে জানাযায় রান্নার চুল্লী থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আগুন নিভাতে গিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয়পার্শ্বে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এসময় মহাসড়ক জুড়ে তীব্র যানজট দেখা দেয়। আগুনে ৫টি বসতঘর ও ১টি রান্নাঘর পুড়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

সিতাকুন্ড উপজেলার উত্তর বাইপাস দাশপাড়া এলাকায় একটি ঘরের রান্নার চুলা থেকে আগুন লাগে। পরে বিদ্যুৎতায়িত হয়ে মুহূর্তে চারিদিকে ছড়িয়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরে স্থানীয়রা যে যার মত আগুন নিভানোর চেষ্টা করে। এর মধ্যে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে পুড়ে যায় ৫ ভাড়াটিয়া বসতঘর ও একটি সেমিপাকা রান্নাঘর।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আগুন নেভানোর সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় দেড়ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Leave A Reply

Your email address will not be published.