রাউজানে চাঁদের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাউজানে চাঁদের গাড়ির (জিপ) ধাক্কায় মো. বাবর আলী ওরফে বাবু (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. এমরান (২৬) নামের আরো একজন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪টায় উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন শাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাহাবু চেয়ারম্যান বাড়ির রফিক আহমেদের ছেলে।
আহত তার বন্ধু এমরান একই এলাকার নোয়া মিয়ার ছেলে।
এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।