করোনায় আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রীর পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয়। খবর রয়টার্সের।
বিবৃতিতে জানানো হয়েছে, বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষা পজিটিভ হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর আশপাশের ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তাদের কয়েকজনও করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে করোনায় আক্রান্তের পরও বেগোনাকে কোনো হাসপাতালে নেয়া হচ্ছে না। তিনি স্পেনের প্রধানমন্ত্রীর বাসভবন প্যালেস অফ মনক্লোয়াতেই থাকছেন। সেখানে স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করছেন তিনি।
স্পেনে এখন পর্যন্ত ৬ হাজার ৩৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ১৯৬ জনের। করোনাভাইরাস মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দেশটির প্রায় সাত কোটি মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার।