প্রত্যাহার হচ্ছেন কুড়িগ্রামের সেই ডিসি!
কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের বিরুদ্ধে নানা অনিয়ম ও অসঙ্গতি পাওয়া গেছে। তাকে প্রত্যাহার করা হতে পারে।
রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান।
কুড়িগ্রামে এক সাংবাদিককে রাতে বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল দেওয়ার ঘটনায় জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন বেশ সমালোচিত হচ্ছেন।