জনসচেতনতায় একে অপরকে মাস্ক পরালেন রেজাউল-শাহাদাত

0 162


আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে করোনা সচেতনতার অংশ হিসে মুখে মাস্ক পরিয়ে দিলেন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর প্রেস ক্লাবে নান্দনিক চট্টগ্রাম আয়োজিত এক অনুষ্ঠানে বড় দুই প্রার্থী একে অপরের মুখোমুখি হন। আর তখনই ডা. শাহাদাত এগিয়ে যান ডা. রেজাউল করিম চৌধুরীর দিকে, পরিয়ে দেন মাস্ক। বাদ যাননি রেজাউল করিমও। তিনিও ডা. শাহাদাতকে মাস্ক পরিয়ে দেন।

এদিকে, বড় দুই দলের দুই প্রার্থীর মাস্ক বিনিময় সৌহার্দ্যপূর্ণ, নান্দনিক পরিবেশের সৃষ্টি করে অনুষ্ঠানস্থলে। সমবেতরা দৃশ্যটি বেশ উপভোগ করেন। কেউ কেউ বলেন, কেবল করোনা নিয়ে নয়, সর্বক্ষেত্রেই রাজনৈতিক নেতাদের শিষ্টাচার, সৌহার্দ্য সম্প্রীতি থাকলে দেশের জন্য মঙ্গল।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই জনসংযোগের পরিবর্তে জনসচেতনতায় নামেন ডা. শাহাদাত হোসেন । নগরীর বিভিন্ন পয়েন্টে তিনি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.