গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জন নতুন করোনা রোগী শনাক্ত
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে ৯৮১ জনের ।কভিড-১৯ করোনাভাইরাসে বাংলাদেশে মারা গেছে ৩ জন এবং সংক্রমিত হয়েছেন আরো ৫৪ জন।
নতুন সংক্রমিত হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা শহরেই ৩৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন জেলার। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৩ জন ও মহিলা ২১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।