আর একটি ত্রাণ চুরির ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ: বেনজীর আহমেদ

0 180


ত্রাণ চুরির আর একটি ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছেন র‌্যাবের বিদায়ী মহাপরিচালক ও পুলিশের নতুন আইজিপি বেনজীর আহমেদ।

পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব নেবার আগে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, সবাই ঘরে থাকবেন আর কেউ কেউ বাইরে থাকবেন এটা হতে দেয়া হবে না। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের হুমকি ধনী-গরিব সবার জন্য সমান। তাই সর্ব সাধারণের জন্য অনুরোধ থাকবে, এই সংকটের মধ্যে নিজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। এই দায়িত্ব কেবল একার নয়, সবার।

তিনি আরও বলেন, বর্তমানে যেহেতু ওষুধের দোকানগুলো খোলা আছে, তাই তাদের যথাযথ সুরক্ষা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এ সময় তিনি আরো বলেন, ‘ঘরে থাকবেন নাকি কবরে থাকবেন, এই সিদ্ধান্তটা আপনার।’

Leave A Reply

Your email address will not be published.