গোপালগঞ্জে আজ আরও ৪ জন করোনা আক্রান্ত হলেন

0 165


গোপালগঞ্জের কাশিয়ানীতে এই প্রথম চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

শনিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার কাশিয়ানী উপজেলায় এই প্রথম ৪ জন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত রোগীদের বাড়ি কাশিয়ানী উপজেলা সদর, সাজাইল ও মহেশপুর ইউনিয়নে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে কাশিয়ানী এসেছিল।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার বলেন, গেল ১৫ এপ্রিল আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। শুক্রবার রাতে তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে নেয়া ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এ চিকিৎসক।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মাদ বলেছেন, এর আগে জেলার টুঙ্গিপাড়ায় তিনজন, সদর উপজেলায় তিনজন, কোটালীপাড়ায় একজন, মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়। তাদেরকে স্ব স্ব উপজেলা হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নতুন করে কাশিয়ানীতে চারজন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, তাদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স আইসোলেশনে রাখা হয়েছে। আর এ নিয়ে গোপালগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ৪ নারী-পুরুষ মৃত্যুবরণ করেছে। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.