পটিয়ায় হুইপের অনুপ্রেরনায় বুধপুরায় হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।
পটিয়া উপজেলাধীন অবিভক্ত ৮নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম হাজী মফিজুর রহমান খাঁন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ১৫ই মে বুধপুরা গ্রামে ২৫০ গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে জাতীয় সংসদের মাননীয় হুইপ ও চট্টগ্রাম-১২ পটিয়া অাসনের সংসদ অালহাজ্ব সামশুল হক চৌধুরী এম.পি’র অনুপ্রেরনায় পটিয়া উপজেলা অাওয়ামী লীগ নেতা ও মফিজুর রহমান খাঁন ফাউন্ডেশনের সভাপতি জসীমুল অানোয়ার খাঁন, সমাজসেবক কায়েছ ও অাবদুল মান্নান মনু করোনা মহামারিতে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। এতে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, বিশেষ অথিতি ছিলেন কাশিয়াইশ ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন চৌধুরী, কাশিয়াইশ ইউনিয়ন অাওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান বুধপুরী, অাওয়ামীলীগ নেতা অালী ওসমান,গাজী মোহাম্মদ অালী মেম্বার, সাবেক মেম্বার আবু রাকিব, ১নং ওয়ার্ড অাওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.ইলিয়াছ, যুবলীগ নেতা জাহাংগীর, অাশিয়া ইউপি যুবলীগের সাধারন সম্পাদক মাহফুজুল অালম চৌধুরী ও যুগ্ন সম্পাদক কামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদুল ইসলাম খাঁন, প্রচার বিষয়ক উপ-সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ, কাশিয়াইশ ইউপি ছাত্রলীগের সহ সভাপতি জুলফিকার অালী টিংকু, ছাএনেতা অামিনুর রহমান মিসকাত, সাইফুল ইসলাম অভি, নুরুল আলম মনা, ওসমান খান, সাইফুল ইসলাম, মো.শরিফ, অাবদুল মালেক প্রমুখ।