জাতীয় শোক দিবসে খানখানাবাদ ইউনিয়ন পরিষদে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ইউনিয়ন পরিষদ কক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দীন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহাফিল সভাপতিত্ব করেন ইলিয়াস চৌধুরী, সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ ফরহাদ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বদরুদ্দীন বলেন ১৫ আগস্ট বাঙালি জাতির একটি কালো অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। আজকের দিনে আমি বলতে চাই, সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা হোক। বঙ্গবন্ধু হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদেরও বিচার ব্যবস্থায় আনা হোক।
প্রোগ্রাম শেষে দোয়া ও মোনাজাত করা হয়, মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী তার পরিবারের শহীদ সদস্যসহ সব শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয়।