ব্যাটে- বলে নিজেকে মেলে ধরতে চান- সৌম্য সরকার

0 222

খেলার সংবাদ: অনুশীলনে নিয়মিত বোলিং করছেন সৌম্য সরকার। রোববারও ব্যাটিংয়ের পর বল হাতে ঘাম ঝরালেন গাজী গ্রুপ চট্টগ্রামের তারকা। মঙ্গলবার শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে তিনি নিজেকে মেলে ধরতে চান দ্বৈত ভূমিকায়। সাত মাসের করোনা বিরতির পর অক্টোবরে হওয়া বিসিবি প্রেসিডেন্ট কাপে হাসেনি সৌম্যর ব্যাট। ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যর্থতার খোলস থেকে টাইগার ওপেনার নিজেকে বের করতে চান টি-টুয়েন্টি আসরটি মাতিয়ে। মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমকে জানালেন সে কথাই।

নতুন টুর্নামেন্ট তো, ভালো করার চেষ্টা করব। আমাদের এবছর যে টিমটা হয়েছে, অবশ্যই অনেক ভালো হয়েছে মনে হচ্ছে। সবদিক দিয়েই ভালো, আশা করি ভালো একটা টুর্নামেন্ট যাবে। প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স ভালো ছিল না। অবশ্যই এবার চেষ্টা করব ওইটাকে পেছনে ফেলে যেন এই টুর্নামেন্টটা অনেক ভালো কাটাতে পারি।

যেহেতু এখন বল করি, বলটাও করব ব্যাটিংয়ের পাশাপাশি। যেকোনো টুর্নামেন্টেই তো একটা লক্ষ্য থাকে। আমার নিজেরও একটা লক্ষ্য আছে। চেষ্টা করব লক্ষ্যটা পূরণ করার। যদি এখন বোলিংও করি, বোলিং যখনই করব, চেষ্টা করব বোলিং পারফরম্যান্সেও যেন নিজের পারফর্মটা হয়। পাশাপাশি ব্যাটিং তো আছেই। মূলত আমি ব্যাটিং করি। পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি আসর বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরু হবে মঙ্গলবার। বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিন সন্ধ্যার ম্যাচে সৌম্য-লিটনদের চট্টগ্রামের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা।

এক নজরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি: শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। বাকি দিনে প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায়, পরের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়।
২৪ নভেম্বর (মঙ্গলবার) বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী, ফরচুন বরিশাল-জেমকন খুলনা

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী, গাজী গ্রুপ চট্টগ্রাম-বেক্সিমকো ঢাকা

২৮ নভেম্বর (শনিবার) জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রাম, মিনিস্টার গ্রুপ রাজশাহী-ফরচুন বরিশাল

৩০ নভেম্বর (সোমবার) ফরচুন বরিশাল-গাজী গ্রুপ চট্টগ্রাম, বেক্সিমকো ঢাকা-জেমকন খুলনা

২ ডিসেম্বর (বুধবার) ফরচুন বরিশাল-বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী-গাজী গ্রুপ চট্টগ্রাম

৪ ডিসেম্বর (শুক্রবার) ফরচুন বরিশাল-জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী

৬ ডিসেম্বর (রবিবার) গাজী গ্রুপ চট্টগ্রাম-বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী

৮ ডিসেম্বর (মঙ্গলবার) মিনিস্টার গ্রুপ রাজশাহী-ফরচুন বরিশাল, জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রাম

১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেক্সিমকো ঢাকা-জেমকন খুলনা, ফরচুন বরিশাল-গাজী গ্রুপ চট্টগ্রাম

১২ ডিসেম্বর (শনিবার) মিনিস্টার গ্রুপ রাজশাহী-গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল-বেক্সিমকো ঢাকা

১৪ ডিসেম্বর (সোমবার) এলিমিনেটর (তৃতীয় স্থান বনাম চতুর্থ স্থান), প্রথম কোয়ালিফায়ার (প্রথম স্থান বনাম দ্বিতীয় স্থান)

১৫ ডিসেম্বর (মঙ্গলবার) দ্বিতীয় কোয়ালিফায়ার (প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটর ম্যাচের জয়ী)

১৮ ডিসেম্বর (শুক্রবার) ফাইনাল (প্রথম কোয়ালিফায়ার জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী)

১৯ ডিসেম্বর (শনিবার) রিজার্ভ ডে (ফাইনাল)

ডেস্ক নিউজ…

Leave A Reply

Your email address will not be published.