বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যে আঘাতের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

0 239

স্থানীয় সংবাদঃ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে কুষ্টিয়ায় ন্যক্কারজনক ও জঘন্যতম ঘটনা স্বাধীনতার স্থপতি, বাঙ্গালির রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যে আঘাতের প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল নগরীর আন্দরকিল্লা থেকে শুরু করে জামাল খান প্রেস ক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহেদ রাসেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সম্পাদক ইমরান আলী মাসুদ,রাশেদ চৌধুরী,রায়হানুল কবির শামীম,এস এম হুমায়ন কবির আজাদ,নাছির উদ্দিন কুতুবী সদস্য সুজায়মান বড়ুয়া জিতু,আবু সায়েম, ফাহাদ আনিস, নুরুল হক মনির।

বক্তারা বলেন,বঙ্গবন্ধু ও বাংলাদেশ মুদ্রার এপিট ও ওপিট। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, ১৯৬৯ সালে আজকের দিনে তিনি সর্বপ্রথম বাংলাদেশের নামকরন করেন কিন্তু স্বাধীনতার বিরোধী শক্তি মৌলবাদী উগ্রপন্থীরা স্বাধীনতা ৪৯ বছর পর জাতির জনকের ভাস্কর্যে আঘাত করে প্রমান করেছে তারা বাংলাকে আফগানিস্তান বানাতে চায়। বীর চট্টলায় অপশক্তির বিরুদ্ধে ছাত্রলীগের প্রতিটা নেতা কর্মী তাদের ষড়যন্ত্র প্রতিহত করবে।

Leave A Reply

Your email address will not be published.