পর্যটন-কৃষিখাতে আমেরিকান বিনিয়োগর প্রস্তাব সুজনের-সৌজন্য স্বাক্ষাতে এ্যাম্বেসির চার্জ দ্যা অ্যাফেয়ার্স

0 167

চট্টগ্রাম সংবাদঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সাথে আমেরিকান এ্যাম্বেসির চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিস জো এনি ওয়াগনার (H.E.MS Jo Anne Wagon) আজ রোববার সকালে টাইগারপাশস্থ কর্পোরেশনের অফিসের তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করতে আসেন। সাক্ষাতকালে প্রশাসক আমেরিকান এ্যাম্বেসির চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রশাসক ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সের দ্বি-পাক্ষিক আলাপ আলোচনায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, চট্টগ্রামসহ দেশের পোশাক শিল্পের সম্ভাবনা ও অগ্রগতি,কর্ণফুলী ট্যানেল, চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, ট্যুারিজমে বিনিয়োগের বিষয় উঠে আসে। আলাপকালে প্রশাসক সুজন জো এনি ওয়াগনরকে পাহাড়-পর্বত সমুদ্রের সম্মিলনে সৃষ্টি চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলা ভূমি সম্পর্কে অবহিত করে পর্যটন খাতে আমেরিকান বিনিয়োগের আহ্বান জানান। তিনি বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনার দিক উল্লেখ করে বলেন, মহেষখালীতে নির্মাণাধীন গভীর সমুদ বন্দর, বে-টার্মিনাল ও কর্ণফূলী নদীর তলদেশে ট্যানেল নির্মাণের কারণে চট্টগ্রাম নগরী টু-ইন সিটিতে রূপান্তর হতে যাচ্ছে। ফলে ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধি ও দেশের অর্থনীতিতে গতি সঞ্চার হবে। তিনি চার্জ দ্যা আ্যাফেয়ার্সকে কৃষি নির্ভর বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে কৃষিকাজেও বিনিয়োগ করতে বলেন।

প্রশাসক বলেন ইমার্জিং টাইগার খ্যাত বাংলাদেশ বন্দর, পোশাকখাত,কৃষি নির্ভরতার ওপর ভর করে এই করোনাতেও তাঁর অর্থনীতিকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। যা সাম্প্রতিক সময়ের প্রবৃদ্ধির উচ্চ হারে প্রমান মেলে। চার্জ দ্যা অ্যাফেয়ার্স ওয়াগনার চট্টগ্রামে হেফাজতে ইসলামের কর্মকান্ডের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে,প্রশাসক চট্টগ্রাম ও দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ও চট্টগ্রামের রাজনৈতিক সংস্কৃতি অসাম্প্রদায়িক বলে অবহিত করেন। সার্বিক আলাপে চার্জ দ্যা অ্যাফেয়ার্স প্রশাসকের প্রস্তাব বিবেচনায় নিয়ে ব্যবসা-বাণিজ্যে তাঁর দেশের বিনিয়োগে সব ধরনের সহযোগিতা করবেন বলে কথা দেন।

এসময় চসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহাম্মেদ, প্রশাসকের একান্ত সচিব আবুল হাশেম আমেরিকান এ্যাম্বেসি ঢাকা অফিসের কমার্শিয়াল অফিসার (অর্থনীতি) মি. জেফ ড্রিকস (Mr.Jeff Driks),ফরেইন এগ্রিকালচার সাভির্সের মি. টেইলর বেবোকক ( Mr. Tyler Babcocok), রাজনৈতিক বিশ্লেসক মি.ইশতেয়াক আহমেদ  (Mr. Isteak Ahmmed) উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.