নারী-কিশোরীদের মাঝে ব্যাক্তিগত সুরক্ষা প্রশিক্ষন প্রদান- লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটি

0 216

চট্টগ্রাম সংবাদঃ মোঃ রুবেল- সু-স্বাস্থ সবার মৌলিক অধিকার। আর সেই স্বাস্থ্য ঠিক রাখতে জানা প্রয়োজন স্বাস্থ্য সুরক্ষার নানা নিয়ম নীতি। স্বাস্থ্যের কথা তুলে ধরতে গেলেই প্রথমে শিশু ও নারীদের কথা উঠে আসে এবং নারী বা কিশোরীদের নানান বিষয়ে কথা বলতে হয়। নারী বা কিশোরীদের স্বাস্থের কথা চিন্তা করে অসচেতন বা দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সচেতন মূলক কর্মসূচীর আয়োজন করেছে লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি।

২৩ ডিসেম্বর ২০২০ চট্টগ্রামের ঝাউতলা পানির ট্যাংকি এলাকার হত দরিদ্র পরিবারে বেড়ে উঠা প্রায় অর্ধশতাধিক কিশোরীদের মাঝে মেয়েদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটি। আয়োজনে ডাক্তার মর্জিনা আক্তার মুন্নি (মেরি স্টপস) মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে নানান পরামর্শ দেন এবং কিভাবে ব্যাক্তিগত পরিস্কার পরিছন্নতার বিষয়ে প্রশিক্ষন দেয়। প্রশিক্ষন শেষে মেয়েদের মাঝে ব্যাক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির প্রেসিডেন্ট আহমেদ উল্লাহ পাপন, লিও কামরুন নাহার কল্পনা – সেক্রেটারি, লিও ইশরাত জাহান- জয়েন্ট ট্রেজারার, লিও সামিরা আক্তার – সিস্টার কোর্ডিনেটর, লিও কাজি সানজিদা, লিও প্রজ্ঞা পারমিতা, লিও কাজল, লিও ফাহমিদা ইয়াসমিন, লিও সাদিয়া, লিও মিনহাজ, লিও ওমর হায়দার, সামাজিক সংগঠন অক্ষয় আমরা’র উপদেষ্টা মোঃ মাঈনুদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাউন ফেডারেশনের নব নির্বাচিত কোষাদক্ষ নারী নেত্রী জোহরা বেগম তারু।

Leave A Reply

Your email address will not be published.