দেশীয় সংবাদঃ নতুন বছরের প্রথম দিনে সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব। সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ শুরু হয়। বাংলাদেশ সরকারের মন্ত্রী, সাংসদ, সচিব ছাড়াও উৎসবে শিক্ষার্থীদের উৎসাহ দিতে স্থানীয় জনপ্রতিনিধিরা যোগ দিয়েছেন বিভিন্ন স্কুল কলেজ গুলোতে।
চট্টগ্রামের উত্তর কাট্টলী ওয়ার্ড বিশ্বাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনার প্রাদুর্ভাবের কারনে সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত অভিভাবকদের মাধ্যমে বই বিতরন করেন সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ।