টিকা নেয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী

0 208

করোনা মহামারিতে প্রথম ধাপে যারা টিকা নিয়েছেন তারা নিরাপদ। তবে, মাস্ক ব্যবহার করা ও হাত পরিষ্কার করা অব্যহত থাকবে। করোনা ভাইরাস মোকাবেলায় দশের জগনকে সচেতন থাকতে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনার টিকা নিলেও সবাইকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করতে হবে। মাস্ক পরা এবং হাতধোয়া অব্যাহত রাখতে হবে। আমি টিকা নিয়েছি তাই একদম নিরাপদ। এই ভেবে উদাসীন চলাফেরা করলে চলবে না, সবাইকে সতর্ক থাকতে হবে।’

গত সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্বকালে সভার প্রারম্ভিক আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশব্যাপী প্রথম ধাপে টিকা কার্যক্রম শুরু করেছি। এই কার্যক্রম যত দ্রুত শেষ করা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে। কারণ একবার দিয়ে আবার নেক্সট ডোজের জন্য তৈরি হতে হবে।’

টিকাগ্রহণকারীদের পরিচয়পত্র প্রদানের ওপরও গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, একটা আইডিকার্ডের মতো থাকতে হবে কারা করোনা ভ্যাকসিনটা নিল। এটা দেখিতে দ্বিতীয় ডোজটা নিতে হবে এবং সেই আইডেনটিটিটা তাদের কাছে থেকে যাবে, তাহলে কেউ বিদেশে গেলে তারা যে করোনাভ্যাকসিন নিয়েছে তার প্রমাণটা থাকবে।

তিনি বলেন, যারা ফ্রন্টলাইনার তাদের আগে দিতে হবে। এরমধ্যে চিকিৎসক বা চিকিৎসার সঙ্গে সম্মৃক্ত যারা, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য বাহিনী এবং যারা এই কোডিড মোকাবিলায় সক্রিয় ছিল তাদের আগে দিচ্ছি। সারাদেশের যত পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন তাদের সবাইকে এই টিকা দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশের ফ্রন্টলাইনারদের টিকা দেয়া শুরু হয়েছে । টিকা নিচ্ছেন সম্মুখ সারির যোদ্ধারাও। টিকা নেয়ার বিষয়ে গ্রামাঞ্চলে মানুষের মাঝে যে দ্বিধা বা ভয় আছে সেটা ধীরে ধীরে চলে যাবে, ইনশাআল্লাহ। এই পর্যন্ত যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন।

 

Leave A Reply

Your email address will not be published.