আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে দ্বিতীয় ভ্যাট মেলা

0 153

চট্টগ্রামে শুরু হচ্ছে দ্বিতীয় ভ্যাট মেলা বুধবার (১০ ফেব্রুয়ারি)। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের অধীন ৮টি বিভাগীয় দপ্তরে দুই দিনব্যাপী এই মেলা চলবে। অনলাইনের মাধ্যমে ভ্যাট নিবন্ধন, রিটার্ন দাখিল ও ইএফডিকে জনপ্রিয় করতে এই ভ্যাট মেলার আয়োজন করছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভ্যাট কমিশনার মো. আকবর হোসেন আগ্রাবাদের ভ্যাট দপ্তরের সৈকত সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, প্রথমবার মেলা আয়োজন করে আমরা করদাতা ও ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।গত ১১-১২ জানুয়ারি প্রথমবার চট্টগ্রামে ভ্যাট মেলা অনুষ্ঠিত হয়। আমরা চেষ্টা করছি, ব্যবসায়ীরা যাতে ভ্যাট নিবন্ধন গ্রহণ বা অনলাইনে রিটার্ন দাখিল করতে কোন প্রকার হয়রানির শিকার না হয়। কাস্টম বিভাগ গ্রাহক সেবা নিশ্চিত করতে এই মেলার আয়োজন করেন।

তিনি আরও বলেন, ভ্যাট প্রদানে স্বচ্ছতা আনতে অনলাইনে ভ্যাট গ্রহণের উদ্দ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাওয়া ১২০টি ইএফডি মেশিন চট্টগ্রাম অঞ্চলে স্থাপন করা হয়েছে। চলতি মাসের মধ্যে আরও ৪০০টি ইএফডি মেশিন স্থাপন করা হবে। এই মেশিন ব্যাবহার করে ভ্যাট দিলে স্বচ্ছতার ভিত্তিতে যথাযথভাবে সরকারি কোষাগারে জমা হবে।

ভ্যাট কমিশনার জানান, ২০১৯-২০ অর্থবছরের ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৬৭৯ কোটি ৩৩ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরের ডিসেম্বরে আদায় হয়েছে ৬৯৮ কোটি ৬৫ লাখ টাকা। চলতি অর্থবছরে চট্টগ্রামের ভ্যাট কমিশনারেটের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৪৮০ কোটি টাকা।

ভ্যাট কমিশনার জানান, মেলার পাশাপাশি আমরা নগরের গুরুত্বপূর্ণ বিপণীকেন্দ্রগুলোতে ২০টি ভ্যাট বুথ স্থাপন করবো। গ্রাহক সেবা নিশ্চিত করতে ব্যতিক্রমি এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে। কোন রকম হয়রানি বা প্রতিবন্ধকতা ছাড়াই গ্রাহকরা এই সেবা গ্রহণ করতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.