উৎসবমুখর আমেজে চলছে চট্টগ্রামে জেলা আইনজীবী সমিতির নির্বাচন

0 139

চট্টগ্রামে শুরু হয়েছে জেলা আইনজীবী সমিতি নির্বাচন। উৎসবমুখর আমেজে চলছে ভোটগ্রহণ। বুধবার (১০ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত ঐক্য ফোরাম। এবারে দুই দলই পূর্ণ প্যানেল নিয়ে লড়ছেন। এর বাইরেও স্বতন্ত্র থেকে সাধারণ সম্পাদক, সহসম্পাদক পদে দুজনসহ মোট ১৯টি পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এম এ (আবু মোহাম্মদ) হাসেম ও আইনজীবী ঐক্য ফোরামের মো. এনামুল হক। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমন্বয় পরিষদের অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, ঐক্য ফোরামের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী এবং স্বতন্ত্র তৌহিদুল মুনির চৌধুরী টিপু।

এছাড়া নির্বাচনে আওয়ামী পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সিনিয়র সহ-সভাপতি পদে মো. সেকান্দার চৌধুরী, সহ-সভাপতি প্রার্থী আলী আশরাফ চৌধুরী, সহ-সম্পাদক পদে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে এসএম অহিদুল্লাহ, পাঠাগার সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়ায় মোহাম্মদ মনজুরুল আজম চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি পদে প্রার্থী হয়েছেন হাদী মো. হাম্মাদ উল্লাহ।

অন্যদিকে বিএনপি পন্থী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সিনিয়র সহ-সভাপতি পদে সৈয়দ আনোয়ার হোসেন, সহ-সভাপতি পদে মুহাম্মদ আবু তাহের, সহ-সম্পাদক পদে মো. এরশাদুর রহমান রিটু, অর্থ সম্পাদক প্রার্থী ইমতিয়াজ আহাম্মদ জিয়া, পাঠাগার সম্পাদক প্রার্থী হিসেবে মো. রবিউল হোসেন নয়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মো. নাজমুল হাসান সিদ্দিকী এবং তথ্য ও প্রযুক্তি পদে প্রার্থী হয়েছেন মাহমুদ উল আলম চৌধুরী (মারুফ)।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হুমায়ুন আকতার বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটার উপস্থিতিও যথেষ্ট আছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণ এবং গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

জেলা আইনজীবী সমিতর সদস্য ও ভোটাররা বলেন, নির্বাচনটা আমাদের জন্য আনন্দের । আমরা সবার অংশগ্রহণে সুষ্ঠুর নির্বাচন প্রত্যাশা করি।

Leave A Reply

Your email address will not be published.