শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে শীত
দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা রয়েছে বাড়তি। শীতের এই পরিবেশ থাকবে আরও সপ্তাহ খানেক। ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে শীত বিদায় নিবে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, এখন আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। সপ্তা খানেক তাপমাত্রা আপডাউন করতে পারে। এখন পঞ্চগড়, কুড়িগ্রামের দিকে তাপমাত্রা কমতে থাকবে।
বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপরের দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়ার আংশিক পরিবর্তনের মধ্য দিয়ে আকাশ মেঘলা থাকতে পারে। এবং সারাদেশে নদী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া আপাতত এমন উঠানামা করবে। এবং হাল্কা কুয়াশা ও শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে শীত বিদায় নিতে থাকবে।