পটিয়ায় পৌর নির্বাচনে আগুন, নিহত এক

0 167

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচন ঘিরে ৮ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা। নিহত হয়েছেন বর্তমান কাউন্সিলর আবদুল মান্নানের ছোট ভাই। ঘটনাস্থলে আহত হয়েছেন আরো চারজন।

উপস্থিত জনতারা জানান, সকাল থেকে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলে দুপুর নাগাদ তা গোলাগুলিতে রূপ নেয়। শুরু হয় দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া। ঘটনায় নিহত ও হতাহতের সংখ্যা বাড়লে বিক্ষুব্ধ কর্মীরা পটিয়া আনসার ভিডিপি ক্যাম্পে অগ্নিসংযোগ করে।

সংঘর্ষের পরই দুই কাউন্সিল পদপ্রার্থী আবদুল মান্নান ও সরোয়ার কামাল রাজিবকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবদুল মাবুদ। এরই মধ্যে ওই এলাকায় পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা যায়, পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই কেন্দ্রের সামনের তিনটি দোকান ও একটি আনসার ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেছেন, দক্ষিণ গোবিন্দারখিল ৮ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে সহিংসতায় একজন নিহত হয়েছেন। ইভিএমের মাধ্যমে পটিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।ভোটকেন্দ্রে সহিংসতার পর থেকে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে প্রশাসনিক নজরদারি।

Leave A Reply

Your email address will not be published.