ভাষা ও সাহিত্যে একুশে পদক পেলেন তিনজন

0 238

দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২১ বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক প্রদান করা হয়- এতে ভাষা ও সাহিত্যে অবদান রাখায় একুশে পদক দেওয়া তিনজনকে । গত শনিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একুশে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষা ও সাহিত্যে একুশে পদক পেলেন যারা, কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী, গোলাম মুরশিদ পদক নিয়েছেন।

ভাষা ও সাহিত্যে একুশে পদক প্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী-

কাজী রোজী

১ জানুয়ারি ১৯৪৯ একজন বাংলাদেশী কবি ও রাজনীতিবিদ যিনি দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী (আসন-৪৩) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।

কাজী রোজী ১৯৬০-এর দশকে কবিতা লেখা শুরু করেন। রোজীর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- পথঘাট মানুষের নাম (কাব্যগ্রন্থ)। নষ্ট জোয়ার (কাব্যগ্রন্থ)। আমার পিরানের কোনো মাপ নেই (কাব্যগ্রন্থ)। লড়াই (কাব্যগ্রন্থ)। শহীদ কবি মেহেরুন নেসা (জীবনী গ্রন্থ)। রবীন্দ্রনাথ : রসিকতার কবিতা (গবেষণা গ্রন্থ)।

বুলবুল চৌধুরী

১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। একজন বাংলাদেশী কথাসাহিত্যিক ও লেখক। তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন, ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার ২০১১ ও  ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন।

গোলাম মুরশিদ

একজন বাংলাদেশী লেখক, গবেষক, সংবাদ-উপস্থাপক এবং আভিধানিক। গোলাম মুরশিদ এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর সংবাদ-পাঠক এবং উপস্থাপক হিসেবে কাজ করতেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়-এ শিক্ষকতা ও গবেষণায় জড়িত ছিলেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ অরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের একজন গবেষণা-সহযোগী ছিলেন। ভয়েস অব আমেরিকাতে তিনি প্রায়শই কণ্ঠ দিতেন। ২০২১ সালে তিনি ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।

বাংলার সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি ও সমাজ নিয়ে বেশ কিছু সুপরিচিত গ্রন্থ রচনা করেছেন। নারী অধ্যয়ন, বাংলা ভাষা ও সাহিত্য, এবং বাংলার সামাজিক-সাংস্কৃতিক ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে তিনি ৩০টিরও বেশি বই ও অসংখ্য প্রবন্ধ প্রকাশ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.