দ্রুতবেগে চলছে স্টল নির্মাণের কাজ, ১৮মার্চ অমর একুশে বইমেলা

0 190

 

আগামী ১৮মার্চ অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়াও প্রতি বছরের মতো এবারও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্টল নির্মিত হচ্ছে। দ্রুতবেগে চলছে স্টল নির্মাণের কাজ, ১৮মার্চ অমর একুশে বইমেলা।

বাংলা একাডেমির এক কর্মকর্তা বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে বিভিন্ন বর্গফুটে স্টলের জন্য বাঁশ দিয়ে অবকাঠামো তৈরি করছে। স্টল বুঝে পাওয়ার পর বিভিন্ন প্রকাশনী সংস্থা তাদের নিজেদের মতো স্টলগুলো সাজাতে পারবে।

অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হলেও এবার করেনা পরিস্তিতির কারণে বি মেলিা হবে কি-না তা নিয়ে প্রকাশক ও পাঠক মহলে চলছিলো নানা গুঞ্জন। নানান জল্পনা আর গুঞ্জন শেষে ঘোষণা এলো আগামী ১৮ মার্চ শুরু হবে বইমেলা। কর্তৃপক্ষ বলছে, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলা চলবে।

আগামী ১৮ মার্চ বইমেলাকে কেন্দ্র করে বরাবরের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে স্টল নির্মাণের কার্যক্রম। আনন্দ আর উদ্দীপনা নিয়ে কাজ করছে শ্রমিকরা।

Leave A Reply

Your email address will not be published.