ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কাজ হয়নি, ইরানি জাতির জন্য বিজয়- হাসান রুহানি

0 202

রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিদের সাম্প্রতিক কার্যক্রম ও বিবৃতি আমলে নিয়ে ইরানের সরকার মনে করছে— এখন, এই সময়টি অনানুষ্ঠানিক বৈঠকের জন্য উপযুক্ত সময় নয়।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান জোসেপ বরেল ইরান ও জ্যাকোপাতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। তার জবাবেই এ কথা বললেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে তাদের চাপ ও নিষেধাজ্ঞার ব্যর্থতা স্বীকার করেছে, এটা আমাদের জন্য অনেক বড় বিজয়। আজ ইরানের প্রেসিডেন্ট ভিডিও লিঙ্কের মাধ্যমে পশ্চিম ও দক্ষিণের দুটি বিশাল তেল-গ্যাস প্রকল্প উদ্বোধন করেছেন। এর একটি প্রকল্পের আওতায় প্রতিদিন ৬৫ হাজার ব্যারেল খনিজ তেল উত্তোলন করা সম্ভব হবে

রুহানি জনগণের উদ্দেশে বলেন,‘ইরানের সব অর্জনের পেছনে রয়েছে আপনাদের ঈমানি শক্তি, প্রত্যয় ও দৃঢ়তা। আমেরিকাই ইরানি জাতির মোকাবেলা নতিস্বীকার করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন,আমেরিকার নয়া সরকার এ পর্যন্ত চার বার স্বীকার করেছে যে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। এটা ইরানি জাতির জন্য বড় বিজয়। কারণ যারা নিষেধাজ্ঞা আরোপ করেছিল তারাই নিজের মুখে স্বীকার করছে তাদের নিষেধাজ্ঞায় কাজ হয়নি।।

খাতিবজাদেহর বক্তব্যের প্রতিক্রিয়ায় ‘দুঃখ’ প্রকাশ করেছে হোয়াইট হাউস। নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, এটা দুঃখজনক; বৈঠকে ইরানের উপস্থিতি প্রত্যাশিত ছিল।

Leave A Reply

Your email address will not be published.