দেশে নানান কর্মসূচীর মাধ্যমে ২য় বারের মতো পালিত হলো জাতীয় বীমা দিবস

0 137

 

দেশে নানান কর্মসূচীর মাধ্যমে পালিত হলো জাতীয় বীমা দিবস “মুজিব বর্ষের অঙ্গিকার, বীমা হোক সবার” এই স্লোগানকে সামনে রেখে নানান কর্মসূচীর মাধ্যমে দেশে পালিত হয়েছে ২য় বারের মতো “জাতীয় বীমা দিবস”।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের স্মৃতি বিজড়িত এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই গত বছর মার্চের ১ তারিখ পালিত হয় জাতীয় বীমা দিবস।

১৯৬০ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন তার রাজনৈতিক কৌশল বাস্তবায়নে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে তৎকালীন আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। পরবর্তীতে আলফা ইনস্যুরেন্স জীবন বীমা কর্পোরেশনে নাম করণ করা হয়।

জাতীয় বীমা দিবসে জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রামের রিজিওনাল ইনচার্জ কাজী নাজিমুল ইসলাম দেশী টুয়েন্টিফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, উন্নত বিশ্বের ধারায় দেশের মানুষকে বীমা সেবায় সংযুক্ত করতে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়েছে জাতীয় বীমা দিবস। দেশের মানুষকে বীমার আওতায় নিয়ে আসতে নেয়া হয়েছে নানান পরিকল্পনা। ইতিমধ্যে দেশে ১ কোটিরও বেশি মানুষ বীমার আওতায় রয়েছে।

তিনি বলেন, জাতীয় বীমা দিবস উদযাপনে চালু করা হয়েছে  “মাসব্যাপী সেবাপক্ষ” কর্মসূচী। গ্রাহক এসেই যে কোন মুহূর্তে সেবা নিতে পারবে। সেবার জন্য স্থাপন করা হয়েছে আলাদা সেবা বুথ। দেশের মানুষকে সেবা প্রদানে জাতীয় বীমা দিবসে নতুনভাবে ঘোষণা করা হয়েছে, “বঙ্গবন্ধু শিক্ষা বীমা এবং বঙ্গবন্ধু সুরক্ষা বীমা”।

তিনি আরো বলেন, সরকারি জীবন বীমা প্রতিষ্ঠান দিয়ে যাচ্ছে সুযোগ-সুবিধাসহ নানান গ্রাহক সেবা। বীমা মানেই বঙ্গবন্ধু-বীমা মানেই বাংলাদেশ । দেশের মানুষকে বীমার সেবা প্রদান কার্যক্রম অব্যহত রেখেই সমৃদ্ধির পথে এগোবে বীমা শিল্প। এই বীমা দিবস ঘোষণার মধ্য দিয়ে বীমার গুরুত্ব ও সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে আমাদের কাজ।

Leave A Reply

Your email address will not be published.