এপ্রিলেই শ্রীলঙ্কা যাচ্ছে টাইগাররা

0 163

আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করেছেন এই তথ্য।

বিসিবির প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, দুটি টেস্ট একই ভেন্যুতে হবে। ভেন্যু নির্ধারণ করা হয়েছে কলম্বো। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারি দলকে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

দুটি টেষ্ট একই ভন্যুতে হওয়াতে বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। টেস্ট সিরিজ শেষে মাঝে কয়েকদিনের বিরতি। ফিরতি সফরে আবার ২০ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেই সফরে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কান দল। করোনার জন্য সব ধরনের প্রটোকল মেনেই চলবে খেলা।

Leave A Reply

Your email address will not be published.