পটিয়া ও চন্দনাইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জীবানন্দ গীতা সংঘের নগদ অর্থ প্রদান
পটিয়ার শোভনদণ্ডী ও চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে (মঙ্গলবার) ৯ মার্চ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পটিয়ায় ৮টি পরিবার ও চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়ায় ৩টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন জীবানন্দ গীতা সংঘ।
আর্থিক অনুদান প্রদানকালে প্রণব কুমার নাথ বলেন, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, মানুষ মানুষের জন্য। আর্তমানবতার সেবায় অংশগ্রহণ করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য, আর এই নৈতিক কর্তব্যের নিমিত্তেই সনাতনী সম্প্রদায়ের এই দুর্দিনে পাশে এসে দাঁড়ানো। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করেন।
তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান ও জানান।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জিরি জীবানন্দ গীতা সংঘের সাধারণ সম্পাদক প্রণব কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক রাহুল নাথ, সহ-সাংষ্কৃতিক সম্পাদক নয়ন নাথ, ক্রীড়া সম্পাদক দীপ্ত নাথ, নিবার্হী সদস্য মিল্টন নাথ, বিপ্লব নাথ সহ অনেকে।