বিশ্বসেরার কাতারে এবার মাশরাফি
খেলাধুলার বাইরে এবার রাজনীতির মাঠেও অন্যতম সেরা তরুণ নেতা হলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।
সুইস সরকারের তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের জেনেভা থেকে পরিচালিত সংস্থা ‘ইয়াং গ্লোবাল লিডার্স’-এর বিশ্বসেরা তরুণ নেতার খেতাব পেয়েছেন নড়াইল-২ আসনের এই সাংসদ মাশরাফি বিন মর্তুজা।
২০২১ সালের জন্য ঘোষিত সারাবিশ্বে ১১২ জন তরুণ নেতাদের একজন মাশরাফি। দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে বাছাইকৃত ১০ জন তরুণ নেতার মধ্যে বাংলাদেশ থেকে শুধুমাত্র তিনিই পেয়েছেন এই খেতাব।।
৪০-র নিচের ব্যক্তিরা এখানে রাজনীতি, ব্যবসা, একাডেমি, মিডিয়া, চারুকলায় উচ্চ স্বীকৃত ব্যক্তিরা নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ নির্বাচিত হন। ১০ মার্চ বুধবার ঘোষণা করা হয়েছে ১১২ জন তরুণ নেতাদের নিয়ে এবারের ক্লাস।
মাশরাফিকে ‘ইয়াং গ্লোবাল লিডার্স’-র এবারের ক্লাসের জন্য নির্বাচিত করে তারা লিখেন, ‘মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের একজন ক্রিকেটার ও ওয়ানডে দলের অধিনায়ক। অবসরের আগে তিনি টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক ছিলেন। তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন দলকে।
ক্রিকেটের বাইরে তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিজ শহর নড়াইলের মানুষের উন্নয়নের জন্য রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি ৬টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ভাবনা থেকে নড়াইল এক্সপ্রেস ফাইন্ডেশনও প্রতিষ্ঠা করেন। লক্ষ্যগুলো হল- নাগরিকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও বিশেষ শিক্ষা ব্যবস্থা সরবরাহ করা, মানবিক শিক্ষাব্যবস্থা শুরুতে সাহায্য করা, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, ক্রীড়া প্রশিক্ষণ প্রদান, সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করা, চিত্রা নদীতে পর্যটন কেন্দ্র স্থাপন এবং নড়াইলকে তথ্যপ্রযুক্তি ও পরিবেশবান্ধব শহরে রূপান্তর করা।’