চট্টগ্রামে বাসের ডিপোতে আগুন
চট্টগ্রামে বাসের ডিপোতে আগুন। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কর্নেলহাট এলাকায় একটি বাসের গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি এসে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে বাগদাদ এক্সপ্রেস নামে একটি পরিবহনের ডিপোতে আগুন লাগে। এতে ওই ডিপোতে থাকা পরিত্যক্ত বাসসহ প্রায় ডজনখানেক বাস পুড়ে ছাই হয়ে গেছে। এখনো এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।