লিও ক্লাব অব চিটাগাং নিউ সিটি, স্যার্পোট দ্যা ওয়েল ফেয়ার অরগানাইজেশন, ড্রিম ম্যাট ফ্যাশন ও স্বস্তি’র যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

0 167

লিও ক্লাব অব চিটাগাং নিউ সিটি, স্যার্পোট দ্যা ওয়েল ফেয়ার অরগানাইজেশন, ড্রিম ম্যাট ফ্যাশন ও স্বস্তি’র যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত।

গত ৮ মার্চ আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস উপলক্ষে লিও ক্লাব অব চিটাগাং নিউ সিটি, স্যার্পোট দ্যা ওয়েল ফেয়ার অরগানাইজেশন, ড্রিম ম্যাট ফ্যাশন ও স্বস্তি’র যৌথ উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প লিও ক্লাব প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আবুল কাশেম এমজেএফ। বিশেষ অতিথিি হসেবে উপস্থিত ছিলেন কাওসার জাহান চৌধুরী, সৈয়দ বেলাল উদ্দিন বেলাল, কিশোয়ার জাহান তুলি, নুর নবী তুহিন। এসময় আরও উপস্থিত ছিলেন অহনা বেলাল, লিও রাসেল মির্জা, লিও আসিফ, লিও নাহিদা, লিও তানভীর, লিও পুজা, লিও ওবাইদুল, মোঃ জাহাঙ্গীর, মোঃ রাসেল প্রমুখ। উক্ত হেলথ ক্যাম্পের মধ্যে ছিল ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়বেটিকস্, ব্লাড প্রেসার ও ওজন নির্ণয়, ব্রেস্ট জরায়ু ও শিশু ক্যান্সার সম্পর্কিত আলোচনা ও প্রাথমিক চিকিৎসা প্রদান।

হেলথ ক্যাম্প অনুষ্ঠানে বক্তারা সমাজের বিভিন্ন সংগঠনকে সমাজের অসহায়, গরীব-দুস্থদের মাঝে এধরণের চিকিৎসা সেবা প্রদানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.