গ্রেফতার হলেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট
বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন অ্যানেজকে গ্রেফতার করা হয়েছে।
২০১৯ সালে দেশটির সে সময়কার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলা, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি ও সামরিক অভ্যুত্থানে মদদ দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হলো।
বলিভিয়ার সরকার বিষয়ক মন্ত্রী কারলোস এডুয়ার্ডো অ্যানেজের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, মিসেস জেনিন অ্যানেজকে এরইমধ্যে আটক করা হয়েছে এবং তিনি এখন পুলিশের হাতে রয়েছেন।