চট্টগ্রামে বাড়বে তাপমাত্রা, কালবৈশাখীর আভাস

0 215

আরো কিছুদিন আবহাওয়া এমন থাকবে। ইতিমধ্যে ঢাকাসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে দেখা গেছে। এরপরই বৃষ্টির দেখা মিলবে। ধমকা হাওয়ার সাথে বৃষ্টি এবং হতে পারে কালবৈশাখী ঝড়।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, অন্যদিনের মতো বুধবারও চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড, মিরসরাই, ফেনী, নোয়াখালী ও রাঙামাটির ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে।

চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। সামনে তা আরও বেড়ে মৌসুমের প্রথম তাপদাহ বয়ে যাওয়ার পাশাপাশি কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পরিসংখ্যান মতে, শনিবার চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সীতাকুণ্ড ও পার্বত্য জেলা রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগের অন্যান্য অঞ্চলসহ সারাদেশে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কিছু কিছু স্থানে শিলাবৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, আবহাওয়ার বিরাজমান এ অবস্থাকে কালবৈশাখী মৌসুমের প্রাকপ্রস্তুতি পর্ব বলা যায়। দেশের সর্বত্র তাপমাত্রার পারদ এখন ঊর্ধ্বমুখী। কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে। এর সাথে উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ধমকা হাওয়া।

Leave A Reply

Your email address will not be published.