চট্টগ্রামের হকি খেলোয়াড়দের জন্য নির্দেশনা
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর খেলা আগামী ফেব্রুয়ারী-২০২১ এ অনুষ্ঠিত হবে।
উক্ত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এ চট্টগ্রাম জেলা হকি দল অংশগ্রহণের জন্য দল গঠনের লক্ষ্যে আজ ১৫ মার্চ ২০২১ইং বিকাল ৪ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে নিন্মোক্ত হকি খেলোয়াড়সহ চট্টগ্রামের অন্যান্য হকি খেলোয়াড়দেরকে খেলার সরঞ্জামসহ উপস্থিত হয়ে সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা দলের ম্যানেজার জনাব জনাব নিজামউদ্দিন নিজুর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ- মোবাইল নং- ০১৭২৬-০৩৭২২৫
গোল রক্ষক: জনি দাশ, ইমরান, পলাশ, জে.বি. আর, আসিফ ও সাইমন।
রক্ষণ ভাগ: মিজান, টিটু, মাহবুব, বেলাল, ফরহাদ, প্রিতম দাশ, ইরফান, প্রমোদ দেওয়ান, ইমন, সাজ্জাদ, জেকসন, রুবেল, নাহিদ ও রাসেল।
মধ্যমাঠ: শিমুল, রায়হান, রাজিব দাশ, সাদী, মিনহাজ, ছোটন, ইজমান, সাইদুর, সবুজ, অভয়, বিদর্শন, বিশাল, সজিব মান্নান ও নিলেশ বৈদ্য।
আক্রমণভাগ: জয় চক্রবর্তী, সাকিব, শহিদুল, অর্পন দাশ, কফিল, সৌরভ, সৈকত, শয়ন দাশ ও জুয়েল