মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় লরি চালক গ্রেফতার

0 472

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার নাহার এগ্রো’র সামনে সড়ক দুর্ঘটনায় মিউজিশিয়ান হানিফ আহমেদ (প্যাড ও পার্কাসন বাদক) এবং পার্থ গুহ (প্যাড বাদক) নিহতের ঘটনায় লরি চালক আলী আক্কাসকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার পাক্কার রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ সাইফুল।

তিনি বলেন, দুর্ঘটনার পরে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ সোমবার ১৫ মার্চ সকালে লরি চালককে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, শনিবার (১৩ মার্চ) ভোরে মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার নাহার এগ্রো’র সামনে এ দুর্ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.