অলরাউন্ডার সাকিব হলেন পুত্রের বাবা

0 187

বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটে প্রাপ্তি অনেক, দাম্পত্য জীবনেও আলোকিত হয়েছেন দুই কন্যা সন্তানের জনক হয়ে। তবে এবার সাকিবের ঘরে আলো ছড়িয়ে জন্ম নিয়েছে আরও একটি পুত্র সন্তান।

সাকিবের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার স্থানীয় একটি হাসপাতালে তৃতীয় সন্তানের বাবা হন তিনি। সদ্য ভূমিষ্ঠ সন্তান ও স্ত্রী উম্মে আহমেদ শিশির দুই জনই সুস্থ আছেন।

দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তানের জন্মই হয়েছে যুক্তরাষ্ট্রে। ২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান। আগের দুই সন্তানের মতো তৃতীয় সন্তানও সেখানেই জন্মগ্রহণ করেছে। বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগেই মা’কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

Leave A Reply

Your email address will not be published.