দেশে ২৪ ঘন্টায় করোনার সর্বশেষ তথ্য

0 296

দেশে করোনা পরিস্থিতি আবারো খারাপের দিকে যাচ্ছে। ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কয়েক সপ্তাহের ব্যবধানে দেশে বেড়েছে করোনা সংক্রমণ। একই সাথে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। দেশে করোনায় গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন গেলো ২৪ ঘন্টায়।

বৃহস্পতিবার ১৮ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ ২১৮৭ জন শনাক্ত হলো আজ। শনাক্ত বিবেচনায় এই হার ১০ দশমিক চার পাঁচ শতাংশ।

গেলো ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন। এরমধ্যে পুরুষ ১২ জন আর মহিলা ৪ জন। ১৬ জনই মারা গেছেন হাসপাতালে। ফলে এই ভাইরাসে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৮ হাজার ৬২৪ জন।

বুধবার ১৮ মার্চ মারা গেছেন ১৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৬২৪ জনে। আর আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৫ জন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি বলছে, সারা দেশে করোনা রোগীর জন্য হাসপাতালে শয্যা আছে ১০ হাজার ৪০৮টি। এর মধ্যে খালি আছে ৮ হাজার ১টি। আর মোট ৫৫৮টি আইসিইউ বেডের বিপরীতে ভর্তি আছেন ২৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া করোনাবিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়েছে, করোনা ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Leave A Reply

Your email address will not be published.