কঠোর স্বাস্থ্যবিধি ও নিরাপত্তায় শুরু হলো ৪১তম বিসিএস পরীক্ষা

0 229

করোনা পরিস্থিতির কারণে পিছিয়েছিলো ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। স্বাস্থ্যবিধি ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো ৪১তম বিসিএস পরীক্ষা। পরীক্ষার্থীদের মাস্ক ছাড়া ডুকতে দেয়া হয়নি পরীক্ষা কেন্দ্রে।

আজ শুক্রবার ১৯ মার্চ সকাল ১০টা থেকে রাজধানীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ৩৫৯টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এ পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে পৌনে ৫ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছেন পরীক্ষায়। শেষ হবে বেলা ১২টায়।

পরীক্ষার হলে প্রবেশের আগে সব শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হয়েছে। যাদের মুখে মাস্ক ছিল না, তাদের কেন্দ্র থেকে মাস্ক সরবরাহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। যাদের শরীরের তাপমাত্রা বেশি তাদের পরীক্ষা নিতে আলাদা কক্ষে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক নেওয়া হবে ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক নেওয়া হবে ১০ জন।

কঠোর স্বাস্থ্যবিধি ও নিরাপত্তায় শারীরিক পরীক্ষণ শেষ করেই কেন্দ্রে প্রবেশ করছে পরীক্ষার্থীরা। সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয়। এসময় পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানাতে এবং পরীক্ষা-নিরীক্ষায় সতর্কতা অবল্বন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.