সকল প্রস্তুতি সম্পন্ন করেও অনিবার্য কারণবশত চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও সৃজনশীল প্রকাশক পরিষদের সহযোগিতায় বইমেলা শুরুর সময় পেছানো হয়েছে।
বইমেলার মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক শুকলাল দাশ শনিবার (২০ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ।
তিনি ২৩ মার্চ চট্টগ্রামের সিজেকেএস মাঠে বইমেলা শুরুর প্রস্তুতি সম্পন্ন করা হলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে বলে জানান। তবে আগামী ২৯ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বইমেলা শুরু হবে বলেও তিনি নিশ্চিত করেন ।