ঢাকায় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী

দুদিনের সফরে ঢাকায় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী। যোগ দেবেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে। এটি নেপালের কোনো রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশ সফর।

সোমবার (২২ মার্চ) নেপাল এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ। দেয়া হয় গার্ড অব অনার। এরপর শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নেপালের রাষ্ট্রপতির এ সফরে দেশটির সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, দুই রাষ্ট্রপতির উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে কয়েকটি চুক্তি বা সমঝোতা স্মারক সই হবে। চুক্তিগুলো মূলত পর্যটন খাত, সাংস্কৃতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বিষয়ক হতে পারে বলে আভাস দেন এ কর্মকর্তা।

বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে বিদ্যা দেবী ভান্ডারির। এরপর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন তিনি। এসময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক সাক্ষরিত হবে।

নেপালবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীবাংলাদেশবিদ্যা দেবী
Comments (0)
Add Comment