রাতে দেশে ফিরছেন সাকিব

দেশী ডেস্ক

একমাস পর আজ (সোমবার) রাতে যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফিরছেন জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় আজ রাত ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। খবরটি জানিয়েছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা ও ভালোমন্দ দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম খান।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত ২১ ফেব্রুয়ারি মাকে নিয়ে আমেরিকা গিয়েছেন সাকিব। গত ১৬ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে এসেছে তাদের তৃতীয় সন্তান।

প্রসঙ্গত, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। ইতিমধ্যে সফরের প্রথম ওয়ানডেতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তামিম ইকবালের দল। মঙ্গলবার হবে সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

রাতে দেশে ফিরছেন সাকিব
Comments (0)
Add Comment