২০২২ সালে ট্রেনে কক্সবাজার যাত্রা

উন্নয়নের ছোঁয়া দেশের সর্বত্র। কাজ চলছে দেশের সড়ক ও রেলপথে। যোগাযোগ ব্যবস্থায় হচ্ছে ব্যাপক পরিবর্তন। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কাজ শেষ হবে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই। যাত্রীরা ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করতে পারবে সহজেই।

সোমবার (২২ মার্চ) দুপুরে রেলভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে রেলওয়েতে অগ্রাধিকার প্রকল্প দুইটি। এরমধ্যে একটি হলো পদ্মা সেতু রেল লিংক প্রকল্প। আরেকটি হলো চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প। আমাদের প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে এবং এর অগ্রগতিও সন্তোষজনক। আশা করছি আগামী ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবে।

চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নতুন এ রেলপথ স্থাপনের জন্য সরকার ২০১০ সালের ৬ জুলাই প্রকল্পের ডিপিপি অনুমোদন দেয়। ২০২১ সালের ১৯ জুলাই প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয়।

২০২১ সালের শেষের দিকে কাজ শেষ হলেই ২০২২ সালে ট্রেনে কক্সবাজার যাত্রা করতে পারবে দেশের মানুষ। রেল ব্যবস্থায় হবে দৃশ্যমান পরিবর্তন।

ঢাকা-চট্টগ্রাম রেললাইনরেলপথ মন্ত্রণালয়
Comments (0)
Add Comment