ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
২১ মার্চ (রবিবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে লেখা এক শুভেচ্ছাবার্তায় রানি এলিজাবেথ এ অভিনন্দন জানান। যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে গত ১৭ মার্চ থেকে জাতীয় প্যারেড স্কোয়ারে শুরু হওয়া মুজিববর্ষ ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এ শুভেচ্ছাবার্তা পাঠালেন।
আবদুল হামিদকে পাঠানো স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ওই শুভেচ্ছাবার্তায় রানি এলিজাবেথ লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনাকে (রাষ্ট্রপতি) এবং বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি।’
বাংলাদেশে ও যুক্তরাজ্যের সম্পর্কের প্রসঙ্গ টেনে রানি বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কের ভিত্তি এখনও পঞ্চাশ বছর আগের মতো গুরুত্বপূর্ণ।’
করোনা প্রসঙ্গে রানি বলেন, ‘আমরা একটি কঠিন বছর কাটিয়েছি। আশা করি বিশ্বব্যাপী স্বাস্থ্যগত চ্যালেঞ্জ আমরা কাটিয়ে উঠতে পারব। ভবিষ্যতে আরও ভালো সময়ের প্রত্যাশায় আছি।’