সফরের প্রথম দিনে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সফরে শেরিং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংকে অভ্যর্থনা জানাবেন।বিমানবন্দরে দুই নেতার সম্মানে গার্ড অব অনার দেয়া হবে। তার সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে। আলোচনা হবে দুই দেশের সম্ভাবনা নিয়ে।