আজ মঙ্গলবার ২৩ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।
কালুরঘাট ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা, অগ্নিকাণ্ডে হাকিম সওদাগর, নূর নবী, শুক্কুর সওদাগর, বালা সওদাগরের কাঠের দোকান, শফিকুল ইসলামের চায়ের দোকান, ইকবাল সওদাগরের দরজার কারখানা ও শাহ আলমের চৌকির দোকান আগুনে ভষ্ম হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।