রজনী কান্ত পাল-বড়দা নন্দী স্মৃতি ক্রিকেটে ২০০১ ব্যাচের জয়

ক্রীড়া ডেস্ক

বিজয়ী দলের খেলোয়াড়রা

ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা শ্রী রজনী কান্ত পাল ও শ্রী বড়দা চরণ নন্দী স্মৃতির আয়োজনে ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুনামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় গতকাল সোমবার (২২ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়। খেলায় ফতেয়াবাদ স্কুলের ২০০১ ব্যাচ ৪৪ রানে ফ্রেন্ড এসোসিয়েশন (১৯৯৯-২০০০)এর বিপক্ষে জয়লাভ করে।
আগে ব্যাটিং করে ২০০১ ব্যাচ নির্ধারিত ১০ ওভারে ১৪৫ রান সংগ্রহ দাঁড় করায়। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফ্রেন্ড এসোসিয়েশন ৭ উইকেটে ১০১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের তানভীর ৩৫ বলে ৭৯ রান করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় ।

২০০১ ব্যাচের খেলোয়াড়- মোস্তফা (অধিনায়ক), তানভীর (সহকারী অধিনায়ক), সাহেদ (উইকেট কিপার), টিটু, জয়রাজ, আরিফ, মোর্শেদ, মোমেন, জিয়া, সেতু, রায়হান, নাঈম।

Comments (0)
Add Comment