ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস জানিয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন এখনও চলছে। এখন পর্যন্ত গতকাল সোমবার (২২ মার্চ) ক ইউনিটে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ১০ হাজার, খ ইউনিটে ৩৬ হাজার, গ ইউনিটে ২১ হাজার, ঘ ইউনিটে ৯৫ হাজার এবং চ ইউনিটে ১৫ হাজার।
গত ৮ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২০১৯-২০ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিল ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন। তবে এ বছর মাত্র ১৫ দিনেই ৫টি ইউনিটে মোট আবেদন পড়েছে দুই লাখ ৭৭ হাজার।
অনলাইন ভর্তি কমিটির তথ্য মতে, আবেদন শুরু হওয়ার পর প্রতিদিন গড়ে ৫০-৬০ হাজার করে আবেদন আসছিল। এ কারণে কারিগরি জটিলতায় তিনদিন প্রক্রিয়াটি বন্ধও ছিল। তবে ভর্তির আবেদন শুরু হওয়ার পরে তা ক্রমেই বাড়ছে।