আজ মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গেলো ২৪ ঘন্টায় মারা গেছেন ১৮ জন। এরমধ্যে পুরুষ ২৫ জন আর মহিলা ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৩৮ জনে।
আর নতুনভাবে ৩ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ।
দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮৫৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জনে।
স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া করোনাবিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়েছে, করোনা ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।