নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন নেই ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টিতেও। দলকে নেতৃত্ব দেবেন ১৫টি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করা অভিজ্ঞ পেসার টিম সাউদি। ওয়ানডের পর উইল ইয়াংকে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে, যোগ হয়েছে দুই স্পিনার ইশ সোদি ও টড অ্যাস্টল।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল-
টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফাগুর্সন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়াং।