আগামী ২৬ শে মার্চ চট্টগ্রামে প্রথম বারের মত সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতা পতেঙ্গা সিবিচ হতে শুরু হয়ে তিনটি ক্যাটাগরীতে ১০০ কি:মি: রোডে, পুরুষদের মাউন্টটেইন বাইক এবং রোড বাইক দুই ক্যাটাগরী এবং মহিলাদের মিক্স রোড রেইস অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীতার জন্য অনলাইনে আবেদন আহবান করা হলে অভূতপূর্ব সাড়া পাওয়া যায় প্রায় ৫০০ জনের প্রাথমিক আবেদন হতে যোগ্যতার ভিত্তিতে ১০০ জনকে রেজিস্ট্রেশন এর সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রে পুরষ বিভাগে ৮০ জন এবং মহিলা বিভাগে ২০ জন চুড়ান্ত প্রতিযোগিতার জন্য বর্তমানে প্রস্তুত।
মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নের লক্ষে এ খেলায় আন্তর্জাতিক মানের ডিজিটাল পদ্ধতিতে খেলোয়াড়দের টাইমিং এবং স্থান নির্ধারণ সহায়তা করা হবে।। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। এ খেলায় ১০(দশ) লক্ষ টাকা (প্রায়) বাজেট নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগীতায় বিজয়ী খেলোয়ারগণ আসন্ন বাংলাদেশ গেমস এ চট্টগ্রাম জেলা দলের পক্ষে অংশগ্রহন করবে।